খবরটি ছাপা হয়েছে প্রায় সব সংবাদমাধ্যমে; যদিও সেভাবে সবার নজরে হয়তো আসেনি। তবে খবরটি আর দশটি ‘আমরণ অনশনের’ নয়। একটু অভিনবই বটে। সপ্তাহ দুয়েক আগে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় দেশের তৃণমূল ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তাদের এক বড় অংশ। ‘চাকরির’ দাবিতে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করে তাঁরা ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ-প্রক্রিয়া বাতিলের দাবি তুলেছেন। তাঁদের দাবি, ওই পদে তাঁদের নিয়োগ দিয়ে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস